ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে ২০৯ লিটার চোলাই মদসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
শ্যামপুরে ২০৯ লিটার চোলাই মদসহ আটক ২

ঢাকা: রাজধানীর শ্যামপুরে অভিযান চালিয়ে ২০৯ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন-আব্দুর রউফ (৪৮) ও আউলাদ (২৪)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাতে শ্যামপুরের জুরাইন বালুরমাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২০৯ লিটার চোলাই মদ, ৯ হাজার টাকা ও তিনটি মোবাইলসহ দুইজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।