ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের দক্ষিণ চিলাউরা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে সারজান (২২) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে বাহরাইন প্রবাসী মোর্শেদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর থেকে মোটরসাইকেলে করে রানীগঞ্জের উদ্দেশে রওনা হন সারজান ও মোর্শেদ। পথে গন্ধপপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই দুই যুবক। স্থানীরা তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।