ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক ম্যানেজারকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
ব্যাংক ম্যানেজারকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

বরিশাল: বরিশালের উজিরপুরে গ্রামীন ব্যাংকের ম্যানেজারকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে উজিরপুর-ধামুরা সড়কের মুলপাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু জাফর (৪৩) ফরিদপুর জেলার রাজবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আকবর আলীর ছেলে এবং উজিরপুর উপজেলা শাখা গ্রামীন ব্যাংকের ম্যানেজার।



তিনি জানান, বেলা ১টার দিকে উপজেলার মুলপাইন এলাকার দু’টি কেন্দ্রের উত্তোলন করা দেড় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে তিনি ব্যাংকে রওনা দেন।

একই এলাকার জলিল সন্নামতের বাড়ির সামনে আসলে ছিনতাইকারীরা তার পথরোধ করেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। তবে ছিনতাইকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি।

এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল এসে তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যান বলে জানান আবু জাফর।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, বিষয়টি জানতে পেরে থানা পুলিশের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে যান।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।