ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস পালিত

গাইবান্ধা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন।

এতে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের ৫ জন ও উপজেলা পর্যায়ের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।