ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের দাম বৃদ্ধির তৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
বিদ্যুতের দাম বৃদ্ধির তৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ

বরিশাল: অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী তৎপরতা বন্ধ করার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এসব কর্মসূচির আয়োজন করে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা।

সমাবেশে নবীন আহম্মেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণসংহতি বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিদ্যুতের এই বিপুল ব্যয় জনগণের ঘাড়ে চাপানোর ফলে জনজীবন বিপর্যস্ত হবে। যদি বিদ্যুতের দাম বাড়ানো হয় এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলন বরিশাল শাখার সদস্য ইয়াসমিন সুলতানা, আরিফুর রহমান মিরাজ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সদস্য সাকিবুল ইসলাম সাকিন, পলিটেকনিক শাখার সংগঠক মো. জাবের মাহমুদ, বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক আ. রাজ্জাক সিকদার, সিপিবি জেলা সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।