ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আমরণ অনশনে পাটকল শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
খুলনায় আমরণ অনশনে পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনা: খুলনায় আমরণ অনশনে অসুস্থ হয়ে প্লাটিনাম জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার অনশনরত অবস্থায় সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনি সন্ধ্যায় মারা যান।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান বলেন, অনশনে অসুস্থ হয়ে গেলে প্লাটিনাম জুট মিলের শ্রমিক সাত্তারকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হাসপাতালের চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তারা এ অনশন কর্মসূচি পালন করছেন।

আন্দোলনে থাকা পাটকলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও জেজেআই জুট মিল।

আঞ্চলিক তথ্য অফিস খুলনা থেকে রাত ৭টা ২৩ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খালিশপুর এলাকার এক ব্যক্তি অসুস্থ অবস্থায় খালিশপুর ক্লিনিকে ভর্তি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ ওই ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১২ , ২০১৯
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।