ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে বাসচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
চাটখিলে বাসচাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় রামগঞ্জমুখি জননী সার্ভিসের একটি বাসচাপায় নুসরাত (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে চাটখিল-রামগঞ্জ সড়কের চাটখিল ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নুসরাত ওই উপজেলার পোরকোট ইউনিয়নের দশঘরিয়া গ্রামের নূর হোসেনের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আইনগত সব ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।