ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বরিস জনসনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বরিস জনসনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। এ জয়ে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এ জয়ের মাধ্যমেই বোঝা যায় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের মানুষের ভরসা রয়েছে।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধেও যুক্তরাজ্যের ভূমিকা ছিল।

বিবৃতিতে ২০১৮ সালে জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে ২০২০ সালে অনুষ্ঠেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বরিস জনসনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমইউএম/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।