ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবী হত্যাকারীদের ধরে এনে বিচার করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
বুদ্ধিজীবী হত্যাকারীদের ধরে এনে বিচার করা হবে

গোপালগঞ্জ: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের বাইরে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে পালিয়ে থাকা রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সহ-সভাপতি শেখ রুহুল আমীন, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ এমদাদুল হক বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।