ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিলসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের মুনজিতপুরের একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে পিচ্চি রাসেল ও মাছখোলার গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মুনজিতপুরে অভিযান চালানো হয়। এসময় একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে পিচ্চি রাসেল ও মোস্তফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।