ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে বিজয় দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে বিজয় দিবস

বান্দরবান: যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। 

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়।  

সকাল ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে পুলিশ, আনছার, স্কাউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এর আগে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিয়ে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দাউদুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে উদযাপন করছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।