মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৬ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে আসেম পররাষ্ট্রমন্ত্রীদের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবর্তন চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
আসেম সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
এছাড়া তিনি রাশিয়া, স্পেন ও চেক রিপাবলিকের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
টিআর/এসএ