ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ৫ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
নাজিরপুরে ৫ ফার্মেসিকে জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে পাঁচ ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মিতা ফার্মেসিকে ছয় হাজার, বিসমিল্লাহ্ ফার্মেসিকে চার হাজার, শিমুল ফার্মেসিকে দুই হাজার, ঐশী ফার্মেসিকে দুই হাজার ও পপি ফার্মেসিকে দুই হাজার করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।