ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে শিশুদের বড় হতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে শিশুদের বড় হতে হবে

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, শিশুদের বড় হতে হবে এবং মেধা ও প্রতিভা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে উজ্জীবিত হতে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সোনার বাংলা গড়তে হলে পড়াশোনা করতে হবে।

একইসঙ্গে অভিভাবকদের মন শিশুদের মতো হতে হবে। শিশুদের  মনন ও চেতনা ধারণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পরিচালক ড. এম এ মাজেদ।

অনুষ্ঠানে রাজধানীর ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ে শ্রেষ্ঠ চিত্রাঙ্কনের জন্য ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।  

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিনজন প্রতিযোগী হলেন- আয়শা মাহজীন খান তানিশা (ক্যাপস্টিন স্কুল), মো. শাহাদাৎ হোসেন, (সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল) ও নুরুল আফতাব (এ.বি.সি ইন্টারন্যাশনাল স্কুল)।   

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।