ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বড়াইগ্রামে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নাটোর: নাটোরের বড়াইগ্রামে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংষর্ষে জাহিদ হোসেন (৩৫) নামে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১২ বাস যাত্রী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ জেলার লালপুর উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মগরেব হোসেনের ছেলে।

আহতরা সবাই বাস যাত্রী বলে জানা গেছে।  

আহত হলেন, সিরাজগঞ্জ সলঙ্গার নাসিরুদ্দিন (২৬), শেরপুর গৌরিপুরের আমির আলী (৬০), ঝিনাইদহ কালিগঞ্জের ঝিমা (১৮) ও লালচাঁদ (২৬), লালপুরের ইয়ার আলী (২৫), নাহিদ (৩০), নাজিম (৩৫), কুষ্টিয়া কোর্টপাড়া পারভেজ (১৫), নেত্রকোনার কাটলীর লামাইয়া ইসলাম (১৫), নড়াইল লোহাগড়ার শহিদুল (২৮)।  

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ থেকে এসকে ট্রান্সপোর্টের একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় ট্রাকটি দেশ ট্রাভেলসের ওই যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় এবং বিপরীত দিক থেকে আসা সীমান্ত এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক জাহিদসহ দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক জাহিদ মারা যায়। তার মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান নান্নু ও নুরুজ্জামান সেখ বাংলানিউজকে জানান, হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতপরিচয় ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।