ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে গাজীপুরে চাচীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
জমি নিয়ে বিরোধে গাজীপুরে চাচীকে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক সুলতানপুর এলাকায় জমির বিরোধ নিয়ে চাচিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন দুই ভাতিজা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম (৩৮) টোক সুলতানপুরের তোতা মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কাপাসিয়া উপজেলার টোক সুলতানপুর এলাকার তোতা মিয়া ও তার চাচাতো ভাই মোক্তার হোসেনের সঙ্গে পৈত্রিক জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। জমি নিয়ে বহু দেনদরবার হলেও কোনো পক্ষই সমঝোতায় আসতে পারেনি।  

মঙ্গলবার বিকেলে ফের ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে তোতা মিয়ার ভাতিজা মামুন হোসেন ও সুমন মিয়া দা নিয়ে তার স্ত্রী সুফিয়া বেগমকে ধাওয়া করে। পরে সুফিয়া বেগমকে ধরে তারা দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর আসামিরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

ঘটনার পরিপ্রেক্ষিতে কাপাসিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।