ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জেরেমি ব্রুআর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জেরেমি ব্রুআর

ঢাকা: বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জেরেমি ব্রুআর। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে তিনি দায়িত্ব নেবেন। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেরোমি ব্রুআর সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত ও ভানুয়াতুতে অস্ট্রেলিয়ার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্রুআর অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বর্তমানে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার মেরিটাইম শাখার সহকারী সচিব।  

এর আগে ব্রুআর রিয়াদে ডেপুটি হেড অব মিশন এবং পোর্ট মোসবিতে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রুআর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারী বিষয়ক মন্ত্রী সিনেটর মরিস পেইন বাংলাদেশের হাইকমিশনার হিসেবে জেরোমি ব্রুআরের নাম ঘোষণা করেন। একইসঙ্গে বাংলাদেশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জুলিয়া নিবলেটকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।