ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
বরিশালে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বরিশাল: বরিশাল নগরের কাশিপুর এলাকায় ট্রাকচাপায় সোহাগ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে নগরের কাশিপুরের পাসপোর্ট অফিস সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেলতা এলাকার রশিদ মিনার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে কাশিপুর পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সোহাগ। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।  

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মরদেহ ময়নতদন্তের ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।