ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজাকারের তালিকায় সাভারের ১৫ জন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
রাজাকারের তালিকায় সাভারের ১৫ জন

সাভার (ঢাকা): রাজাকার, আলবদর ও আল শামসদের নামসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সাভারের ১৫ জন রাজাকারের নাম পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা প্রথম দফায় প্রকাশিত পুরো তালিকা দেখে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে স্বাধীনতাবিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের নামের প্রথম দফা তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

রাজাকারের তালিকায় থাকা নামগুলো হলো- ভারারি গ্রামের সাবেব খানের ছেলে লাল মোহাম্মদ খান, কুণ্ডা গ্রামের ওয়ারেস মোল্লার ছেলে আব্দুস সুবহান মোল্লা, বড়দেশি গ্রামের তনু মিয়ার ছেলে ফয়েজ উদ্দিন আহমেদ, কাশেমপুর গ্রামের সফেদার খানের ছেলে আব্দুল মজিদ খান, লালের টেক শিমুলিয়া গ্রামের প্রহাল কুর সরকারের ছেলে সন্তোষ কুর সরকার, রুস্তমপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে মুক্তার হোসেন, সাভার গ্রামের দুদু মিয়ার ছেলে কামাল উদ্দিন আহমেদ, হরিণধরা গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল জব্বার, ফুলবাড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আলী মোল্লা, গাছুবাড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে রুহুল আমিন, নগর গ্রামের আকবর আলির ছেলে আসকার আলী হারান, পার্বতীনগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে নরুল ইসলাম খান, সাভারের ইউসুফ আলী মাদবরের ছেলে তোতা মিয়া, শিমুলিয়া গ্রামের আবদুল হাকিমের ছেলে আজগর আলী, জাদুর চর গ্রামের ওহব আলীর ছেলে হজরত আলী।  

এছাড়া ঢাকার ধামরাই উপজেলার আট ব্যক্তির নাম সেই তালিকায় রয়েছে। পরবর্তীতে দ্বিতীয় দফায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। চলতি বছরের ১৬ ডিসেম্বরের আগে তাদের নামের তালিকা প্রণয়ন করা হয়েছিল। এরই আলোকে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।