বুধবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। বেল্লাল মাঝির বাড়ি উত্তর চরমোন্তাজ মোল্লা গ্রামে।
সঙ্গে থাকা অন্য ট্রলারের জেলেরা জানান, বেল্লাল তার ছেলে ও একই এলাকার জাফর ফরাজীকে সঙ্গে নিয়ে রাতে মাছ শিকারে যান। ইঞ্জিন চালু করে নদীতে রওনা হওয়ার পরে বেল্লাল পান খেয়ে সুপারির ছোবড়া ফেলতে গেলে ঢেউয়ের ধাক্কায় ছিটকে ইঞ্জিনের ওপর পড়ে যান। এসময় তার গায়ে থাকা গামছা ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে তিনি মাথা, বুকে ও হাতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ঘটনাটি শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
আরএ