ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে ১৭ পরিবারকে এমপি কমলের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
রামুতে ১৭ পরিবারকে এমপি কমলের সহায়তা রামুতে ১৭ পরিবারকে এমপি কমলের সহায়তা।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ফারিকুল বড়ুয়া পাড়া এবং শ্রীকুল গ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমলের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আড়াই বান্ডিল করে ঢেউটিন, কম্বল ও নগদ অর্থ সহায়তা দেন এমপি কমল।

এসময় তিনি বলেন, ধৈর্যের সঙ্গে বিপদকে মোকাবেলা করতে হয়।

সুখের পাশাপাশি বিপদও সৃষ্টিকর্তার দান। সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, সাংবাদিক সুনীল বড়ুয়া ও সোয়েব সাঈদ, এমপি কমলের একান্ত সচিব মিজানুর রহমান, বৌদ্ধ নেতা বিপুল বড়ুয়া ও দীপক বড়ুয়া, ফতেখাঁরকুল ইউপি সদস্য মোবারক হোসেন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একেরামুল হক ইয়াছিন প্রমুখ।

গত ১৪ ডিসেম্বর রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল বড়ুয়া পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর ভষ্মিভূত হয়। ১৫ ডিসেম্বর দিবাগত রাতে একই ইউনিয়নের শ্রীকুল গ্রামে অগ্নিকাণ্ডে সৌরেন্দ্র বড়ুয়ার বাড়ি পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।