বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৭১ সালের গণহত্যা জাতিসংঘকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সৈয়দ হাসান ইমাম বলেন, ৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি যৌক্তিক। কারণ এত মানুষ কোথাও হত্যা করা হয়নি। এত দিনেও এ গণহত্যার স্বীকৃতি মেলেনি। এটা খুবই দুঃখজনক। আশা করি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলম। বক্তব্য রাখেন চিত্রনায়ক শাকিল খান, জোটের মুখপাত্র অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোসাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
টিএম/এইচএডি/