তিনি আরও বলেন, অহেতুক ও অপ্রয়োজনীয়ভাবে একটি বিতর্ক সৃষ্টি করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। কোন উদ্দেশ্যে এমন কাজ করলেন তিনি এটা আমার বোধগম্য নয়।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেহনতী শ্রমিকদের অনুরোধ করে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যাবেন না। নিজের শ্রম দিয়ে টাকা উপার্জন করুন। এই শ্রম দেশ উন্নয়নের কাজে লাগবে।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাফফর হোসেন পিন্টু ও শহিদুল্লাহ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
পিএস/এইচএডি/