মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের স্কুলপাড়া এলাকার মৃতু সানোয়ার হোসেনের স্ত্রী হাসিনা খাতুনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ২০ বছর আগে হাসিনা বানুর স্বামী মারা যান।
বৃদ্ধা হাসিনা খাতুন বাংলানিউজকে বলেন, হঠাৎ ঘরের বৈদ্যুতিক লাইন জ্বলে ওঠে। এর পরপরই আগুন জ্বলতে শুরু করে। নিজ ঘর পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সব ছাগলগুলোই আমার চোখের সামনেই পুড়ে গেলো। পরে কাথুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা আমার ঘরে থাকা দুই লাখ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। এছাড়া অন্য স্থানে থাকা ৪০ হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা উদ্ধার করতে পারলেও ৩৮ হাজার টাকা পুড়ে যায়। জামায় বিদেশ যাওয়ার জন্য ২ লাখ ৪০ হাজার টাকা আমার কাছে রেখে গেছিলো।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, হাসিনা বানুকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়ছে।
এদিকে, গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার নগদ টাকা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এনটি