ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘লিঙ্গ বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
‘লিঙ্গ বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ’ বেইজিং+ ২৫ পর্যালোচনা: নাগরিক সমাজের সম্পৃক্তি শীর্ষক অনুষ্ঠানে অতিথিরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: নারীর উন্নয়ন ও ক্ষমতায়নসহ লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। লিঙ্গ বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ২০২০ সাল লিঙ্গ সমতা অর্জন এবং সর্বত্র নারী ও মেয়েদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ বছর বলে মন্তব্য করেছেন পররাষ্টমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় শহীদ মিনারে বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার ২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আয়োজনে ‘বেইজিং+ ২৫ পর্যালোচনা: নাগরিক সমাজের সম্পৃক্তি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্টমন্ত্রী বলেন, রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের সম্পৃক্ত করায় বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করছে।

লিঙ্গ বৈষম্য হ্রাসে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান অর্জন করেছে। মুসলিম বিশ্ব ও উন্নত দেশগুলোর মধ্যেও লিঙ্গ বৈষম্য হ্রাসে বাংলাদেশ অনেক এগিয়ে।  

‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকার রাজনীতি, অর্থনীতি, শান্তি ও উন্নয়নে নারীদের সমান ভূমিকা ও অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমাদের নারী ক্ষমতায়নের এজেন্ডা নারীদের সহিংসতা ও বৈষম্য থেকে সুরক্ষা দিতে বিশেষভাবে প্রণীত হয়েছে। ’

বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার ২৫ বছর পূর্তি উপলক্ষে পররাষ্টমন্ত্রী বলেন, আগামী বছর চতুর্থ নারী বিশ্ব সম্মেলন এবং ‘বেইজিং ডিক্লেয়ারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশন ১৯৯৫’ গ্রহণের ২৫তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। একইসঙ্গে আগামী বছর ‘টেকসই উন্নয়নের এজেন্ডা ২০৩০’ গ্রহণেরও পাঁচ বছরের মাইলফলক অর্জিত হবে। এজন্য, ২০২০ সাল হবে লিঙ্গ সমতা অর্জন এবং সর্বত্র নারী ও মেয়েদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ বছর। এ বছরই সর্বত্র নারী এবং মেয়ে শিশুদের প্রতি এ সার্বজনীন প্রতিশ্রুতির অপরিবর্তনীয় এবং পরিমাপযোগ্য অগ্রগতি অর্জনের সঠিক সময়।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আব্দুস সামাদ এবং গণমাধ্যমকর্মী ইশরাত জাহান উর্মী।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ইতোমধ্যেই অনেকদূর এগিয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নিয়েছে। তারপরও বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এসব বিষয় আমলে নিয়ে নিষ্পত্তির প্রয়োজন জরুরি। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম যদি এ ব্যাপারে আরও এগিয়ে আসে তবে কাজটি খুবই সহজ হয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশ পালন করলো ৪৯তম বিজয় দিবস। এ বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত নারীদের আরও সুন্দর দৃষ্টিতে দেখা, তাদের পূর্ণ মর্যাদা দেওয়া এবং সম্মান জানানো।

তারা বলেন, সমতা প্রতিষ্ঠার জন্য নারী উন্নয়ন নীতিমালা, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কার্যকর করতে বাংলাদেশ সরকার কার্যকরী পদক্ষেপ নেবে আশা করি। নারীর সম্পত্তি অধিকার দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থী এখনো সচেতন নয়। হিন্দু নারীদের সম্পত্তিতে সম অধিকার নেই। নারীর ক্ষমতায়নে রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনেক সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে নারীর মর্যাদা রক্ষার জন্য সমতা প্রতিষ্ঠা হয়নি। সংবিধানে কেবল জনজীবনে সমতার কথা বলা হয়েছে। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে সমতার কথা বলা হয়নি। নারীর সমতা প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধনের কাজ করতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে।  

সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতাকে বৈশ্বিকভাবে আন্তর্জাতিক গণহত্যার শামিল বলে উল্লেখ করা হয়েছে। এটি নারীর অর্জন ম্লান করে দিচ্ছে।

এসময় তিনি নারী নীতি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বয় কার্যক্রম নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। ঘোষণাপত্র পাঠ করেন টার্নিং পয়েন্টের অ্যাডভোকেসি অফিসার শিখা খাতুন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পী সুরাইয়া পারভীন, শিল্পী আখতার, রোকেয়া সদনের শিল্পীরা এবং আদিবাসি ব্যান্ড দল এফ মাইনর।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এইচএমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।