ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে ২৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ভৈরবে ২৭ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ১ বৈদেশিক মুদ্রাসহ আটক আব্দুল খালেক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাড়ে ২৭ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ আব্দুল খালেক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।  

এর আগে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

আটক আব্দুল খালেক চাঁদপুর জেলার মতলব উপজেলার ঘোড়াদারি গ্রামের আব্দুল হাসিমের ছেলে।  

ভৈরব থানা পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভানা সিএনজি পাম্পের সামনে ব্যাগ হাতে এক ব্যক্তি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ইংলান্ডের ৬ হাজার পাউন্ড জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় সাড়ে ২৭ লাখ টাকা।

ওসি মোহাম্মদ শাহীন বাংলানিউজকে জানান, আটক আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে  তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।