ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের ধাক্কায় মোজাম্মেল হোসেন সুমন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার আল্লাহ ভরসা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল কুমিল্লার নাঙ্গলকোর্টের খিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াসিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোটরসাইকেল চালিয়ে মোজাম্মেল হোসেন ভুলতা যাওয়ার পথে ঢাকা-সিলেটগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।