ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
মাগুরায় পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাগুরা: জেলা পুলিশের আয়োজনে বুধবার দিনব্যাপী পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন (বিপিএম)।

প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কার গ্রহণ করছেন বিজয়ীরা।                                          ছবি: বাংলানিউজ

এ সময় জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।  

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।