বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রেললাইনের স্লিপার ভেঙে পড়ে বলে জানা গেছে।
শহিদুল ইসলাম স্বাক্ষর নামে একজন ভুক্তভোগী বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রী তিনি।
রাত সাড়ে ১১টার দিকে তিনি বলেন, দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষার পর আমি তেজগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হই। এভাবে সব যাত্রীরা নিজের মতো করে নেমে যাচ্ছেন। এ সময়ের মধ্যে আমি রেলওয়ে সেবার হেল্পলাইনে কয়েকবার কল দিলেও তা রিসিভ করা হয়নি।
ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) মির্জা বাংলানিউজকে বলেন, এফডিসি গেটে রেললাইনের স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। এতে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস তেজগাঁও স্টেশনে আটকা পড়েছে।
লাইন মেরামতের বিষয়টি যেহেতু রেলওয়ে বিভাগের, সেহেতু তারা বর্তমান অবস্থা সম্পর্কে ভালো বলতে পারবেন বলে জানান এসআই মির্জা।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
পিএম/আরআইএস/