ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে নাগরিকত্ব আইন বাস্তবায়িত হলে সম্প্রীতি বিনষ্ট হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ভারতে নাগরিকত্ব আইন বাস্তবায়িত হলে সম্প্রীতি বিনষ্ট হবে

ঢাকা: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়িত হলে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশংকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ায় আমরা বাংলাদেশে বসবাসরত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন।

এই বিল আইনে পরিণত হওয়ার ফলে বাংলাদেশে সামান্য কোনো ঘটনা ঘটলেই সংখ্যালঘুদের দেশ ত্যাগের প্রবণতা বাড়বে। সহজেই ভারতের নাগরিক হওয়া যাবে ধারণায় এবং অধিকতর নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নেওয়ার সম্ভাবনা থাকবে তাদের। ফলে এক সময় এ দেশে হিন্দুর সংখ্যা আশংকাজনকভাবে কমে যেতে পারে।

‘ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনটি ধর্মীয় বিভাজনের ভিত্তিতে করার ফলে উভয় দেশের সংখ্যালঘুরা আতঙ্কিত। একইসঙ্গে ভারতে বসবাসরত নাগরিকত্বহীন সংখ্যালঘু মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে এবং স্বাভাবিকভাবে আমাদের দেশে অনুপ্রবেশের প্রবণতা দেখা দেবে। ইতিমধ্যে সেটি কমবেশি শুরুও হয়েছে। এই আইনে বাংলাদেশ ত্যাগী ভারতে অবস্থানকারী হিন্দুদের লাভ হলেও এদেশে বসবাসকারী হিন্দুদের লাভের সম্ভাবনা কম। ’

সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনটি প্রতিষ্ঠা হলে সে দেশের সংখ্যালঘু মুসলমানরা এ দেশে প্রবেশ করবে এবং এ দেশের হিন্দু সম্প্রদায় সে দেশে যেতে পারে। এর কারণে একটি বিশৃঙ্খলা দেখা দেবে এবং সে দেশের মুসলমানরা যখন এ দেশে আসবে এই দেশের সব ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. সুকমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, তপন মজুমদার, জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ