ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
সোনাগাজীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার সাতবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন রুবেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রুবেল উপজেলার মহেশচর গ্রামের আব্বাস আলী মিঝি বাড়ির হারুনুর রশিদের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের সাতবাড়িয়া এলাকায় ফেনী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার নিহত হন।  

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।