বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ।
বাংলানিউজকে তিনি বলেন, শব্দ দূষণরোধে সচিবালয় এলাকাকে নীরব ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শব্দ দূষণরোধে সচিবালয়ের চারপাশ নীরব এলাকা অর্থাৎ ‘নো হর্ন জোন’ এলাকা হিসেবে ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তখন তিনি বলেছিলেন, এখন থেকে এলাকাটিতে কোনো গাড়ি হর্ন দিলে আইন অনুযায়ী জেল-জরিমানার আওতায় আসবে। আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সচিবালয়ের চারদিক শব্দ দূষণমুক্ত এলাকা ঘোষণা করা হলো।
এই আইন অমান্যকারীকে প্রথমে এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। পরবর্তীকালে ওই অপরাধী একই অপরাধ করলে তাকে ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
সচিবালয়ের চারদিক বলতে, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত।
বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাইফুল আশরাব।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
টিএ