ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালিকা প্রণয়নের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে: টিপু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
তালিকা প্রণয়নের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে: টিপু

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, রাজাকারের তালিকা প্রণয়নের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, জেয়াদ আল মালুম ও সুলতান মাহমুদ সীমন প্রমুখ।

চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, যেসব ব্যক্তিরা এ তালিকা প্রণয়নের ক্ষেত্রে দায়ী, তাদের খুঁজে বের করা, তাদের নাম খুঁজে বের করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হতে হবে।

‘ইতোমধ্যে যেটা হয়েছে দেশব্যাপী, যেভাবে এটার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাতে সবদিক থেকে বলতে পারি যে আমরা যথাযথ ভূমিকা নিয়েছি। যে ঘটনা ঘটেছে এটাকে সাধারণ ঘটনা বলার কোনো কারণ নেই। ’

প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, জাতির বিজয় দিবসের এই সময়কালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে যে ধরনের যত্ন এবং সর্তকতা ও আন্তরিকতার প্রয়োজন ছিল, সেটি দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এটা স্থগিতের নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয় ইতোমধ্যে তা স্থগিত করেছেন।

গত ১৭ ডিসেম্বর রাজাকারের তালিকা থেকে নাম সংশোধনপূর্বক বাতিল ও প্রত্যাহার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

একইসঙ্গে যে তথ্যের ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়েছে তার অনুলিপি সরবরাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেছেন তিনি।

এর আগে গত ১৫ ডিসেম্বর প্রকাশিত রাজাকারের তালিকায় রাজশাহী বিভাগে গোলাম আরিফ টিপুর নাম আসে। পরে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ইএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।