ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
বরিশালে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশাল নগরের কাউনিয়ায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কাউনিয়া থানার বিসিক এলাকার মোল্লা ফুড প্রোডাক্টসের মালিক মো. সুমন মিয়া ও মনখুশী বেকারির মালিক তাপস বাড়ৈকে পণ্যের মোড়ক ব্যবহার না করা ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।