ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সানাউল্লাহ খিচুড়ি হাউসকে ২৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
সানাউল্লাহ খিচুড়ি হাউসকে ২৫ হাজার টাকা জরিমানা সানাউল্লাহ খিচুড়ি হাউসে অভিযান। ছবি: বাংলানিউজ

সিলেট: রান্নাঘরে আবর্জনা, দুর্গন্ধযুক্ত ও নোংরা পরিবেশের কারণে সিলেটের লালদিঘীর পাড়ের সানাউল্লাহ খিচুড়ি হাউসকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম, সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

এদিন সানাউল্লাহ খিচুড়ি হাউসের দুই শাখা ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, সানাউল্লাহ খিচুড়ি হাউসের পুরো রান্নাঘর আবর্জনা ও দুর্গন্ধযুক্ত। এমন নোংরা পরিবেশে খাবার তৈরি করে লোকজনকে পরিবেশন করা হচ্ছে দেখে আমরা হতাশ। তাই প্রতিষ্ঠানের দু’টি শাখায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
তিনি বলেন, অভিযানে বন্দরবাজার এলাকায় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় পদ্মা বাণিজ্যালয় ও ভাই ভাই স্টোরকে তিন হাজার টাকা করে এবং হেলাল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় সোনালী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।