ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
যশোরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে যুবক খুন

যশোর: যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের বেজপাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

রমজান আলী বেজপাড়া তালতলা এলাকার বাদশা মিয়ার ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী অ্যাডভোকেট শরীফুল আলম মিলনের সুপারি বাগানের মধ্যে দিয়ে রমজানকে ধাওয়া করে।

পরে  রমজানের বুক, পেট এবং হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, স্থানীয় সন্ত্রাসী পেচো এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ নিয়ে প্রতিপক্ষের ইমন, রাব্বি ও সবুজের সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড হদে পারে।  

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ইউজি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।