ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়ায় নিখোঁজের চারদিন পর চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নবম শ্রেণীর ছাত্র রিয়াজ মাহমুদ কাননকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে গোয়ালপাড়া কানুনের বাড়ির বাথরুম থেকে সুমনার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত সুমনা শহরের গোয়ালপাড়া জুয়েলের মেয়ে।

সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়তো।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আটক কাননের জবানবন্দিতে তার বাড়ির বাথরুমের জন্য রাখা জায়গার মাটির নিচ থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
গত ১৫ ডিসেম্বর তারিখ সুমনা নিখোঁজ হয়। সে প্রায় কাননদের বাসায় খেলতে যেত। নিখোঁজের পরদিন সুমনার বাবা জুয়েল বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় একটি মামলা করেন। আটক কানন শহরের গোয়ালপাড়ার গিয়াস মাহমুদ কনকের ছেলে। সে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

কাননের বাবা গিয়াস মাহামুদ কনক জানান, কাননের মা-ই বাথরুমের জায়গায় মরদেহের সন্ধান পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।