শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
তাপমাত্রার কিছুটা উন্নতি হলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও কমছে রাতের তাপমাত্রা। ঠাণ্ডা বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে তাদের।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কিছুটা বেড়ে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে।
** মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রিতে কাঁপছে চুয়াডাঙ্গা
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এসআরএস