ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩৫ করার দাবিতে আমরণ অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩৫ করার দাবিতে আমরণ অনশন আমরণ অনশনে শিক্ষার্থীরা। ছবি:শাকিল আহমেদ

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বসয়সীমা ৩৫ করাসহ চার দফা দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছে তারা। বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ আমরণ অনশন কর্মসূচির আয়োজন করে।

আমরণ অনশনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী, সুরাইয়া ইয়াসমিন, উজ্জল সরকার, জিয়াউর রহমান, মোকাদ্দেস আলী রাসেল প্রমুখ।

সংগঠনের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী বাংলানিউজকে বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করাসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় পরে গণঅনশন করেছি। ১৬ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দেশের প্রায় ২৮ লাখ শিক্ষিত যুবসমাজ ক্ষুব্ধ হয়ে পড়েছে। এছাড়া কেন্দ্রীয় সমন্বয়কসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দাবিগুলো হলো-সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা, চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা অথবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ গত ৬ ডিসেম্বর (শুক্রবার) থেকে গণঅনশন করে আসছে। এরপরে ১৬ ডিসেম্বর থেকে শুরু করে আমরণ অনশন। দাবিগুলো মানা না হলে মৃত্যুর পথ বেছে নেবে তারা। এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
পিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।