শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ওই গ্রামের জালাল খানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ধান কাটতে বাধা দিলে প্রতিপক্ষ ফারুক হাওলাদারে নেতৃত্বে চার থেকে পাঁচজনের একটি দল জাহিদুল ইসলাম, তার বাবা জালাল খান, ভাই রমজান খান ও চাচা শাহজাহান খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
জালাল খান ও রমজান খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শাহজাহান খানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীদের গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএস/আরবি/