ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ভৈরবে ফেনসিডিলসহ দুই বিক্রেতা আটক আটক বিক্রেতারা ও জব্দকৃত ফেনসিডিল। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৭৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।  

এর আগে সকালে ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকা থেকে একটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

 

আটক মাদক বিক্রেতারা হলেন-ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকার আব্দুল রউফ মিয়ার ছেলে মো. রনি মিয়া (৩৭) ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বড় ছয়গাঁও এলাকার মো. কামাল সরদারের ছেলে মিজান সরদার (২৭)।  

র‌্যাব-১৪ এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নাটালের মোড় এলাকায় র‌্যাবের চেক পোস্ট বসানো হয়। এসময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২০-১১৮৯) আটক করতে গেলে পাশ কাটিয়ে ট্রাকটি চলে যায়। পরে পিছু ধাওয়া করে দুর্জয় মোড় এলাকায় ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে ৪৭৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়।  

আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘন্টা, ২০ ডিসেম্বর, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।