শুক্রবার (২০ ডিসেম্বর) বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ও হকার্স মার্কেট এবং রেললাইন এলাকায় সরেজমিনে দেখা যায়, শীতবস্ত্রের ভ্রাম্যমাণ দোকানগুলোতে পসরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। এসব দোকানে কম দামে দেশি-বিদেশি পুরোনো শীতবস্ত্র বিক্রি করছেন তারা।
ধলু মিয়া, সোবহান উদ্দিন, মেরাজ, ইউসুফসহ একাধিক শীতবস্ত্র বিক্রেতা বাংলানিউজকে জানান, বগুড়া শহরে তাদের মতো প্রায় দেড় শতাধিক ভ্রাম্যমাণ শীতবস্ত্রের দোকান রয়েছে। তারা বগুড়ার হকার্স মার্কেট এলাকা ও রেললাইনের ওপর ও ফুটপাতে ও সড়কের দু’পাশে ভ্যান করে শীতবস্ত্র বিক্রি করেন। বর্তমানে ঠাণ্ডা বাড়ায় শীতবস্ত্রের ব্যবসা জমজামাট বলেও জানান তারা।
মৌসুম, ইমরান নামের দুই বিক্রেতা বাংলানিউজকে জানান, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের দোকানে গরম কাপড় কিনতে আসেন। বেছে বেছে তারা পছন্দের পোশাকটি কিনে নেন। তবে সন্ধ্যার পর থেকে এসব দোকানে বিক্রি বাড়তে থাকে।
শীতবস্ত্রের ক্রেতা সোনিয়া বাংলানিউজকে বলেন, কয়েকদিন যাবত ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। তাই শীতবস্ত্র কিনতে ভ্রাম্যমাণ দোকানে এসেছি। এখানে কম দামে পছন্দের পোশাক পাওয়া যায়। তাই নিজের ও পরিবারের সদস্যদের জন্য গরম কাপড় কিনতে এসেছি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
কেইউএ/আরআইএস/