ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দীতে প্রবেশের সময় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
সোহরাওয়ার্দীতে প্রবেশের সময় অস্ত্রসহ যুবক আটক

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান আওয়ামী লীগের সম্মেলনে পিস্তলসহ প্রবেশের সময় নুরুল আলম খান রাসেল (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে টিএসসি সংলগ্ন প্রবেশপথে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, আটক ওই ব্যক্তি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ সমাবেশস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন।

প্রবেশপথে তল্লাশিকালে তার সঙ্গে থাকা অস্ত্রটি শনাক্ত করায় তাকে আটক করা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার শেখ মো. শামীম বাংলানিউজকে জানান, একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
পিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।