শুক্রবার (২০ ডিসেম্বর) গ্রেফতার মাদকবিক্রেতাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন-উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, আব্দুল কাসেমের ছেলে জয়নাল আবদীন, গোলজার হোসেনের স্ত্রী সাহিদা বেগম, আকবর ব্যাপারীর ছেলে রতন মিয়া, জুলহাসের ছেলে রিপন মিয়া, আব্দুল বারেকের ছেলে আক্তার হোসেন, তোতা মিয়ার ছেলে বিল্লাল হোসেন, সিকিম আলীর ছেলে আব্দুর রশিদ, সিদ্দিক মিয়ার স্ত্রী মর্জিনা, আব্দুল জব্বারের ছেলে সুমন মিয়া, মকবুল হোসেনের ছেলে হিমেল, আলিকের ছেলে শাওন, শিল্পী বেগম, ও দক্ষিণ রূপসী এলাকার ফাইজুদ্দিন মিয়ার ছেলে নাজিমউদ্দিন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করা হবে। এখানে হয় মাদক থাকবে, নয় আমি থাকবো। এর আগেও চনপাড়ায় বেশ কয়েকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও বিক্রেতাদের গ্রেফতার করেছি। রূপগঞ্জে কোথাও মাদকবিক্রেতাদের ঠাই হবে না। মাদক ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০ ২০১৯
ওএইচ/