শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ৪৯ ব্যাটালিয়ন বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
এর আগে, গত ১৮ ডিসেম্বর বেনাপোল সীমান্তের তালশাড়ি এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা কাভার্ড ভ্যানসহ একটি চালান আটক করে।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে একটি চালান দেশের অভ্যন্তরে ঢুকছে। পরে বিজিবি অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে। পরে হিসাব মিলিয়ে দেখা যায় অবৈধ চালানটিতে দুই কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা পণ্যসহ কাভার্ড ভ্যানটি বেনাপোল বিভাগীয় শুল্ক গোডাউনে জমা করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় কসমেটিকস ৭৪ হাজার ৩৪৩ পিস ও ওয়ান টাইম পেপার কাপ দুই হাজার ১৫৬ কেজি এবং বিভিন্ন প্রকার ওষুধ ৯ হাজার ৯৪০ পাতা ও ইনঞ্জেকশন এক হাজার ২১৮ পিস। কাভার্ড ভ্যানসহ জব্দকৃত মালামালের মূল্য প্রায় দুই কোটি ৫৪ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এনটি