ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে, পতাকা বৈঠকে ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
প্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে, পতাকা বৈঠকে ফেরত প্রতীকী ছবি

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় প্রে‌মের টা‌নে সীমান্ত পে‌রি‌য়ে এক ভারতীয় কিশোরী বাংলাদেশে আসার ২৪ ঘণ্টার মধ্যেই পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বিজিবি)।

শুক্রবার (২০ ডি‌সেম্বর) সন্ধ্যা পৌ‌নে ৬টার দি‌কে ওই ভারতীয় কিশোরীকে বিএসএফের কা‌ছে হস্তান্তর ক‌রা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডি‌সেম্বর) সন্ধ্যা ৬টার দি‌কে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬-এর পাশ দিয়ে নুন্নাহার খাতুন (১৪) নামে এক ভারতীয় কিশোরী প্রে‌মের টানে বাংলাদেশি প্রেমিক সাগর মিয়ার (১৮) বাড়িতে চলে আসে।

সাগর সীমান্তবর্তী কুরুষাফেরুষা গ্রামের রফিকুল ইসলামের ছে‌লে। আর মেয়েটির বাড়ি কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী বসকোঠাল গ্রামে, বাবার নাম নুর ইসলাম।

ভারতীয় কিশোরী বাংলাদেশে আসার বিষয়টি লালমনিরহাট-১৫ বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের সদস্যরা জানতে পে‌রে স্থানীয় ইউপি-চেয়ারম্যান ও পুলিশের মাধ্যমে উদ্ধার করেন। পরে বিএসএফের মাধ্যমে মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে অংশ নেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ীর শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজসহ ছয়জন এবং ভারতীয় ৩৮ ব্যাটালিয়নের বসকোঠাল ক্যাম্পের পরিদর্শক কে আর সিংসহ ছয় সদস্যের প্রতিনিধি দল। এসময় দু’দে‌শের স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ও শিমুলবাড়ী ইউনিয়‌নের সদস্য এরশাদুল হক বাংলা‌নিউজ‌কে বিষয়টি নিশ্চিত করে‌ছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডি‌সেম্বর ২০, ২০১৯
এফইএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।