ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
নরসিংদীতে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৪

নরসিংদী: নরসিংদীর চরাঞ্চলের আলীপুরা গ্রামে শহরবানু নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত শহরবানু (৭০) আলীপুরা মধ্যপাড়ার সরকারবাড়ির সারোয়ার্দীর স্ত্রী।

মরদেহ হাসপাতালের আনার পর নিহতের চার স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, টেঁটা যুদ্ধ কেন্দ্র করে আলীপুরায় দু’টি পক্ষ রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতেই স্বাভাবিক মৃত্যুকে হত্যায় রূপ দিতে চাচ্ছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, বিষয়টি রহস্যঘেরা। তাই জিজ্ঞাসাবাদের জন্য চার স্বজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রামের লোকজন বলেছে স্টোকজনিত কারণে মৃত্যু হয়েছে। মৃত্যুর পর গ্রাম্য চিকিৎসক কাজীমুদ্দিন ও নজরুল ডাক্তরের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। তখন নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু নরসিংদী সদর হাসপাতালে আনার পর তার গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তাই বিষয়টি নিয়ে বিশদ তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।