ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় বনমালী শিল্পকলার আয়োজনে আবৃত্তি সন্ধ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
পাবনায় বনমালী শিল্পকলার আয়োজনে আবৃত্তি সন্ধ্যা

পাবনা: মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ আবৃত্তি সন্ধ্যা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইচ্ছেঘুড়ি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের পরিবেশনা ছিল। রূপকথার কাব্য নিবেদিত ও কবি সোহানী হোসেনের পরিকল্পনায় অনুষ্ঠানটি দর্শক হৃদয় ছুঁয়ে যায়।

পুরো পরিবেশনাটি ছিল নব্বই মিনিটের।  

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ শামসুল হক, হেলাল হাফিজ, আসাদ চৌধুরী, আবু হেনা মোস্তফা কামাল, জয় গোস্বামী, নবারুণ ভট্টাটার্য, আবুল হাসান, পূর্ণেন্দু পত্রী, আনোয়ারুল আবেদীন ও কবি সোহানী হোসেনের কবিতা-গান নিয়ে কাব্যনাট্য, নৃত্য আর গানের সুরে পুরো সময়টা মুগ্ধ করে রাখে উপস্থিত দর্শকদের।
 
অনুষ্ঠানটির নির্দেশনা দেন ড. মোহম্মদ হাবিবুল্লাহ। কবিতা ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন আফরোজা সুলতানা ঝরা।  

অনুষ্ঠানের ব্যবস্থাপক পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. মো. হাবিবুল্লাহ বলেন, শিল্পের চর্চার জন্য পাবনা বনমালী কাজ করছে। নাটক, কবিতা, গান, নৃত্য সব কিছুর সমন্বয়ে শিল্পকলার সৃষ্টি হয়। আমরা চেষ্টা করছি স্থানীয় শিল্পীদের সঙ্গে থেকে সহযোগিতা করার। পাবনা অঞ্চল পূর্ব থেকেই শিল্প-সাংস্কৃতি চর্চায় বেশ সমৃদ্ধ।  
সবার প্রচেষ্টায় আমরা পাবনায় শিল্প-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে চাই।

বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।