শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সাজুর শরীরের ৭০ ভাগই পুড়ে গিয়েছিল।
সাজু কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার ব্রাক্ষ্মণ ডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কেরানীগঞ্জের জিনজিরা আরিমারাবাদ এলাকায় থাকতেন।
গত বুধবার (১১ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন ধরে। এতে এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানি হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এজেডএস/এসএ/