ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় এক শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় এক শিক্ষক নিহত রেজাউল করিম বকুল

নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে রেজাউল করিম বকুল (৪৫ ) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। 

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম বকুল বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা দাদ মানিকা গ্রামের মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে।

তিনি সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুর এ আলম বাংলানিউজকে জানান, শিক্ষক রেজাউল করিম বকুল রোববার সন্ধ্যার দিকে তার গ্রামের বাড়ি রনবাঘা দাদমানিকা থেকে মোটরসাইকেলযোগে সিংড়ায় ফিরছিলেন।  

ফেরার পথে তিনি উপজেলার নাটোর-বগুড়া মহাসড়ক এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত বগুড়ার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক চালক ও হেলপারকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘন্টা, ২৩ ডিসেম্বর, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।